টিসিবি;সহযোগিতা করতে গিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে না তো!
নিউজ ডেস্ক | ৩:১২ অপরাহ্ন, ২০ এপ্রিল, ২০২০
টিসিবির পণ্য কিনতে মানুষের উপচেপড়া ভীড়! ছবিঃ এস.এম.ফরহাদ
টিসিবি;গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান,যারা স্বল্প মূল্যে সাধারণ জনগণের কাছে চাল,ডাল,তেল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করে থাকেন।কিন্তু দুঃখজনক হলো, কোনো প্রকার সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই খাদ্য সামগ্রী বিক্রি করছেন তারা।করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার মসজিদ গুলোতে পাঁচ জন মুসল্লী নিয়ে জামাত পড়ার ঘোষনা দিয়েছেন।এই নিয়ম দেশের কোথাও মানা হোক বা না হোক ঢাকা শহরের মসজিদ গুলোতে গত দুই সপ্তাহ যাবৎ এটা কঠোরভাবে মানা হচ্ছে! এমনকি শুক্রবার জুম্মার নামাজের জামাতেও দশজনের বেশী মুসল্লী কে ঢুকতে দেয়া হচ্ছেনা! অথচ এই রকম একটা ঝুকিপূর্ণ সময়ে কোনো প্রকার সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই খাদ্য সামগ্রী বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি!এই প্রতিবেদক আজ দুপুরে মিরপুর -১০ নাম্বার এলাকায় এই দৃশ্য দেখতে পান।টিসিবির ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রে ছিলোনা কোনো পুলিশ সদস্য বা স্বেচ্ছাসেবক। শতশত পুরুষ মহিলা গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ক্রয় করছে। এ থেকে অচিরেই রাজধানীতে কোভিড-১৯ ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।অতএব বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।