অষ্টগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: | ৯:০৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর, ২০২১
মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: অষ্টগ্রামে বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন অষ্টগ্রাম সদরের রুহিত আক্তার (৪), বায়েজিদ (৪.৫) এবং দেওঘর ইউনিয়নের সাজিয়া আক্তার (৯)।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের উত্তরহাটি ভূইয়া বাড়ির শামসুল আরেফিন সাজেদ এর ৪ বছরের শিশু মেয়ে রুহিত আক্তার এবং তারই ভাতিজা সাদেক ভুঁইয়ার শিশু পুত্র সাড়ে ৪ বছরের বায়োজিদকে দুপুরের দিকে বাড়িতে না পেয়ে খোঁজ করতে থাকলে কিছুক্ষণ পরে বাড়ি থেকে একটু দূরে একটি খালের বর্ষার পানি থেকে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
এর আগে বুধবার দুপুরে উপজেলার দেওঘর ইউনিয়নের সদয়নগরের মঈন উদ্দিন এর মেয়ে সাজিয়া আক্তার পানিতে ডুবে মারা যায়।
তিন শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।