শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ পাকুন্দিয়া হোসেন্দী বাজারকে সিসিটিভি’র আওতায় আনা হবে

হোসেন্দী বাজারকে সিসিটিভি’র আওতায় আনা হবে

নিউজ ডেস্ক | ৭:৪৯ অপরাহ্ন, ৭ নভেম্বর, ২০২০

1604756954.jpg

পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা ও নব-নির্মিত গণশৌচাগারের চাবি হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে হোসেন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদুর সার্বিক তত্ত্বাবধানে এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা মাঈনুল হক সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো.হারুন অর রশীদ জুয়েল, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, হোসেন্দী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকীব উদ্দিন মোশায়ের, হোসেন্দী বাজার বণিক সমিতির সভাপতি শমসের আলী, সাবেক ইউপি সদস্য আফতাব উদ্দিন, রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন সবুজ, শরীফুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগ নেতা এসএম পিয়াস প্রমুখ।

অনুষ্ঠানে ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার লোকজন হোসেন্দী ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অপরাধ নিয়ন্ত্রণে পুরো হোসেন্দী বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানোর ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ হোসেন্দী বাজারের ব্যবসায়ী ও সর্বসাধারণের জন্য নব-নির্মিত মানসম্পন্ন গণশৌচাগারের চাবি হস্তান্তর করেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM