শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি মুজিববর্ষে বিশ্ববন্ধু

মুজিববর্ষে বিশ্ববন্ধু

তানিয়া সুলতানা হ্যাপি | ৭:১৫ অপরাহ্ন, ১৬ আগস্ট, ২০২০

1597583703.jpg

আজ থেকে শতবর্ষ আগে

জন্ম হলো এক মহামানবের।

বলছি টুঙ্গীপাড়ার শেখ পরিবারের

সেই ছোট্র খোকার কথা।

পর পর দুই নাতনির পর নাতী হওয়ার খুশিতে

আতুর ঘরেই খোকার নানা শেখ আব্দুল মজিদ সাহেব

তাঁর প্রিয় নাতির নাম রাখলেন শেখ মুজিবুর রহমান।

এবং প্রিয় নাতির নাম রেখে ভবিষ্যৎবাণী করে

খোকার মাকে বললেন-

শোন- মা সায়েরা, তোর ছেলের এমন নাম রাখলাম

যে নাম হবে একদিন জগৎ জুড়ে খ্যাত।

খোকা ছোটবেলা থেকেই যেমন ছিলেন সাহসী, তেমনি ছিলেন প্রতিবাদী। যেকোন অন্যায় -অবিচার দেখলেই রুখে দাঁড়াতেন। আবার খোকা ছিলেন ভীষণ মানব দরদী। যেকোনো মানুষের অভাব- অনটনে খোকার মনকে ছুঁয়ে যেত। সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়াতেন।

সময়ের বিবর্তনে নিভৃত পল্লীর সেই খোকাই ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলার আপামর জনসাধারণের মুক্তির মহানায়ক।

টুঙ্গীপাড়ার সেই খোকা মানেই বাংলাদেশ।

টুঙ্গিপাড়ার সেই খোকা মানেই আপনি বঙ্গবন্ধু।

টুঙ্গিপাড়ার সেই খোকা মানেই আপনি আমাদের জাতির পিতা।

টুঙ্গীপাড়ার সেই খোকা মানেই আপনি আমাদের মহান নেতা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি বাংলার নিপীড়িত- নির্যাতিত মানুষের মুক্তির জন্যে লড়েছিলেন বলেই আপনি বাংলার মানুষের পরম নির্ভরতার বন্ধু হয়ে উঠেছিলেন । আর তাইতো রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ১০ লক্ষ গণমানুষের জমায়েতে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ আপনাকে ভূষিত করছিলেন বঙ্গবন্ধু উপাধিতে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি বাংলার মানুষের অধিকার আদায়ে মুক্তির সংগ্রামের নির্দেশ দিয়ে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনে বিশ্বের বুকে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বলেই আ.স.ম.আব্দুর রব আপনাকে জাতির জনক উপাধিতে ভূষিত করেছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি ছিলেন অনল, অবিনাশী বক্তা এবং আপনার সম্মোহনী ব্যক্তিত্ব বিশ্ব মিডিয়ার নজর কেড়েছিলে বলেই নিউজ উইকস ম্যাগাজিনের প্রচ্ছেদে আপনাকে "পোয়েট অব পলিটিকস" আখ্যায়িত করে নিউজ প্রকাশ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি ছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত, অস্প্রদায়িক, অনন্য, অসাধারণ নেতা। এজন্যই বিশ্ব শান্তি পরিষদ আপনাকে "জুলিও কুরি" উপাধিতে সম্মানিত করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি সকল বাংলা ভাষা-ভাষী মানুষের হৃদয়ে মিশে আছেন বলেই, বিবিসি বাংলা সার্ভিসের শ্রোতা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর তালিকায় আপনার নাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে অধিষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাকে সকল ধর্মের,সকল শ্রেনী পেশার মানুষ এবং সকল বন্ধু রাষ্ট্রসমূহ ভালেবাসে বলেই বিশ্বের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘ আপনার মৃত্যুর পর ও আপনার অবদানের স্বীকৃতি হিসেবে আপনাকে Friend of world বা বিশ্ববন্ধু হিসাবে স্বীকৃতি প্রদান করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি কখনো অন্যায়কে প্রশয় দেননি বলেই ১৯৭৫ এর ১৫ আগষ্টের সেই নৃশংস কালো রাতে সেদিন আপনার নাম নিশানা চিরতরে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল হায়েনার দল।

কিন্তু ঐ হায়েনাদের দল কিছুতেই বুঝতে পারেনি পিতা

বুলেটের আঘাতে আপনার বুকটা ঝাঁঝরা করলেও

আপনি বেঁচে আছেন হাজারো মানুষের কোমল বুকে

জায়নামাজে আর মোনাজাতে।

পিতা আপনি মানেই বাংলাদেশ।

আপনি মানেই মানচিত্র।

তাইতো বলি যতদিন এ ভবে তে রবে চন্দ্র -সূর্য- গ্রহ তারা

ততদিনই আপনি থাকবেন বিশ্ব মানবের হৃদয়ের মনিকোঠায়।

সবশেষে বলতে চাই পিতা আপনি ওপার থেকে একটিবার চেয়ে দেখেন- আপনার নানাজানের ভবিষ্যৎবাণী আজ স্বার্থক হয়েছে। বিশ্বজুড়ে আপনার নাম হয়েছে খ্যাত। আপনার মন ছিলো শিশুদের মতো কোমল এবং আপনি শিশুদের অত্যন্ত ভালবাসতেন বলেই আপনি ছিলেন শিশুদের পরম বন্ধু। আর তাই শিশুবন্ধু থেকে ধীরে ধীরে হলেন বঙ্গবন্ধু এবং মুজিববর্ষে হলেন বিশ্ববন্ধু। স্যালুট পিতা। আপনাকে স্যালুট।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM