করিমগঞ্জে করোনায় মৃত ব্যক্তির মা, স্ত্রী ও ভাইয়ের করোনা শনাক্ত
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৬:৪৬ অপরাহ্ন, ১১ এপ্রিল, ২০২০
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: শুক্রবার কিশোরগঞ্জের ৬ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর আরো তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। গত ৫ এপ্রিল করিমগঞ্জের মুসলিমপাড়া গ্রামে করোনায় মারা যাওয়া সেলিমের মা, স্ত্রী এবং ভাইয়ের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। শনিবার আইইডিসিআর থেকে এই তিনজনের করোনা শনাক্তের রিপোর্ট দিয়েছে। ঢাকায় মুদির ব্যবসা করা সেলিম বাড়িতে এসে মারা যান। এখনো জেলার ৪৯টি নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে। এর আগে শুক্রবারও আইইডিসিআর থেকে ৬ জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। ফলে এখন পর্যন্ত মারা যাওয়া সেলিম ছাড়া মোট ৯ জনের করোনা শনাক্ত হলো।