মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ স্বাস্থ্য চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে গ্রিন টি

চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে গ্রিন টি

নিউজ ডেস্ক | ১১:২৫ পূর্বাহ্ন, ১ মার্চ, ২০১৯

1551417900.png

নিউজ ডেস্ক: চোখের নিচের কালো দাগ সৌন্দর্যহানী ঘটায়। পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদি চোখের নিচের কালো দাগের কারণ। তবে জানেন কি গ্রিন টি চোখের নিচের কালো দাগ কমাতে উপকার করে?

গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাফেইন। এটি চোখের ত্বকের রক্তনালিকে সংকুচিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়; চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। চোখের নিচের কালো দাগ কমাতে গ্রিন টি ব্যবহারের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

১. এক মগ গরম পানির মধ্যে দুটো গ্রিন টির ব্যাগ রাখুন।

২. কিছুক্ষণ পর টি ব্যাগ দুটো মগ থেকে বের করে ঠাণ্ডা হতে দিন।

৩. টি ব্যাগ দুটো ঠাণ্ডা হয়ে অল্প তাপমাত্রায় আসার পর চোখের ওপর ১৫ থেকে ৩০ মিনিট রাখুন।

৪. ভালো ফলাফলের জন্য সপ্তাহে এক থেকে দুইবার এই পদ্ধতি অনুসরণ করুন।

৫. গ্রিন টির বদলে ব্ল্যাক টি ব্যাগও ব্যবহার করতে পারেন।

সূত্র: এনটিভি

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM