বৃহঃস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ৭ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ

৭ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্ক | ৮:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর, ২০২১

1636729153.png

রাষ্ট্রপতি আবদুল হামিদ সাত দিনের সফরের প্রথম দিনে শুক্রবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় তার পৈতৃক গ্রাম কামালপুরে পৌঁছেছেন।

প্রায় দুই বছর আগে দেশে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের পর এই প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়।

এরপর জেলা পরিষদের নতুন ডাক বাংলোতে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

এছাড়াও এদিন তিনি উপজেলার ‘গোরা উতরা’ নামের স্থানীয় একটি সেতু পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৬৫ মিটার দীর্ঘ সেতুটি হাওরের এলাকাগুলোকে কিশোরগঞ্জ সদরের সাথে সংযুক্ত করবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

সাত দিনের সফর শেষে রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর বঙ্গভবনে ফিরবেন বলে জানান তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM