প্রচ্ছদ আলোকিত মুখ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক অষ্টগ্রামের অনাথ গোপাল সেন
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক অষ্টগ্রামের অনাথ গোপাল সেন
গোলাম রসূল | ১২:০৮ অপরাহ্ন, ১১ জুন, ২০২০
গোলাম রসূল: অনাথ গোপাল সেন অষ্টগ্রাম উপজেলায় ১২৯৮ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিশ চন্দ্র সেন। তিনি একজন সাবজজ ছিলেন। অনাথ গোপাল সেন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনে জড়িত ছিলেন। অবিভক্ত ভারতে তিনি কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন।
মার্কসবাদী রাজনৈতিক ধারায় ভারতীয় অর্থনীতির উপর তিনি বাংলা ভাষায় ‘টাকার কথা’ নামে একটি গ্রন্থ রচনা করেন।
১৯২১ খ্রিষ্টাব্দে তিনি ময়মনসিংহ শহরে ওকালতি করার সময় মহাত্মা গান্ধিজীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। এ জন্য তাকে সাড়ে ৩ বছর কারাভোগ করতে হয়। ১৯৩৪ খ্রিষ্টাব্দে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তিনি রাজনীতি বিষয়ক গ্রন্থ ‘কর নীতি’, ‘যুদ্ধের দক্ষিণা’, ‘জাগতিক পরিবেশ’ ও ‘গান্ধিজীর অর্থনীতি’ নামে কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছিলেন।
তিনি ১৩৫১ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন।
সূত্র: বাংলাদেশের লোকজ সংস্কৃতি