Warning: Undefined variable $ub in /home/vatirrani/public_html/includes/st.function.php on line 844

Warning: Undefined variable $ub in /home/vatirrani/public_html/includes/st.function.php on line 856
লিওনেল মেসির আবেদন অগ্রাহ্য
বৃহঃস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা লিওনেল মেসির আবেদন অগ্রাহ্য

লিওনেল মেসির আবেদন অগ্রাহ্য

নিউজ ডেস্ক | ১০:৩৬ পূর্বাহ্ন, ৫ অক্টোবর, ২০১৯

1570250161.jpg

নিউজ ডেস্ক: লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে জার্মানি ও ইকুয়েডোরের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। কারণ দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কোপা আমেরিকার সময় দেওয়া মেসির তিন মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আর্জেন্টিনা ৯ অক্টোবর জার্মানি ও এরপর ১৩ অক্টোবর ইকুয়েডোরের বিরুদ্ধে খেলবে।

মেসি জুন-জুলাইয়ে কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এতে করে সংস্থাটি আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের নিষেধাজ্ঞা দেয় আর্জেন্টিনা অধিনায়ককে। এছাড়াও ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল তারকা ফুটবলারকে।

তিনি সেমি-ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হারের পর এবং চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে রেফারি ও কনমেবলের সদস্যদের সমালোচনা করেছিলেন। পরে অবশ্য তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছিলেন।

৩২ বছরের মেসি প্রতিবাদ হিসেবে কোপা আমেরিকার পদক বিতরণী অনুষ্ঠানও বর্জন করেছিলেন। তিনি সেই সময় এটাও বলেছিলেন যে, আর্জেন্টিনার ‘এই ধরনের দুর্নীতিতে অংশ নেওয়া উচিত নয়।’ তার মূলকথা ছিল ব্রাজিলকে শিরোপা জেতাতেই কনমেবল এরকম দুর্নীতি করছিল। সেই সময় মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি নিষিদ্ধ হবেন বলে আশঙ্কা করছেন কি না। জবাবে বার্সেলোনার এই তারকা বলেছিলেন,‘সত্যটা বলা দরকার।’

এরকম প্রেক্ষাপটের মধ্যেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রীতি ম্যাচ দুটির প্রাক্কালে মেসির নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর আবেদন করেছিল। কিন্তু এএফএর আবেদনে সাড়া দেয়নি কনমেবল। এ পরিস্থিতিতে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে মেসিকে ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM