নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ
নিউজ ডেস্ক | ৯:৩৯ পূর্বাহ্ন, ৪ অক্টোবর, ২০১৯
নিউজ ডেস্ক: ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউই অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৪২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগার যুবারা। দলীয় ৫৫ রানে ওপেনার হোয়াইটকে তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর আনসেলকে ২০ রানে থামান রাকিবুল হাসান। ক্লার্ক ১৩ রান করে আউট হন শরিফুল ইসলামকে। ওপেনার জোহরাবের সেঞ্চুরিতে ২৪২ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জোহরাব খেলেন ১১২ রানের ইনিংস। মৃত্যঞ্জয় চৌধুরী নেন ২ টি উইকেট। জবাবে শুরুতে পারভেজ হুসাইনকে হারালেও তানজিদ হাসানের ৬৫ আর মাহমুদুল হাসান জয়ের ৯৯ রানের ইনিংসে জয় সহজ হয়ে যায় টাইগার যুবাদের। সূত্র: বিডি প্রতিদিন