প্রচ্ছদ পাকুন্দিয়া যুবলীগের সদস্য হলেন পাকুন্দিয়ার সাগর
যুবলীগের সদস্য হলেন পাকুন্দিয়ার সাগর
নিউজ ডেস্ক | ৬:৪২ অপরাহ্ন, ১৫ নভেম্বর, ২০২০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সন্তান এসএম তৌফিকুল হাসান সাগর।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সংসদের সদস্য হিসেবে স্থান পেয়েছেন তিনি।
এসএম তৌফিকুল হাসান সাগর দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন তিনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ওই পদ থেকে স্বেচ্ছায় সরে আসেন তিনি।
তাঁর পিতা অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি।
কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌফিকুল হাসান সাগরকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন তার শুভাকাঙ্খীরা।
সাগরের বাড়ি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দগদিগা গ্রামে।
সূত্র: কিশোরগঞ্জ নিউজ