প্রচ্ছদ মেধাবী মুখ বড় হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে কিশোরগঞ্জের রিমি
বড় হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে কিশোরগঞ্জের রিমি
বিশেষ প্রতিনিধি | ১১:৪৪ পূর্বাহ্ন, ২৬ মার্চ, ২০১৮
মরিয়ম শবনম রিমি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের জড়িরপাড় গ্রামের মেধাবী ছাত্রী মরিয়ম শবনম রিমি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাষ্টার্স পড়ছেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিষয়ে অনার্স ও মাষ্টার্স শেষ করেছেন। শুধুমাত্র পড়ার আগ্রহ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল মাষ্টার্স করছেন।
রিমির পিতা মো: আলাউদ্দিন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। রিমিরা দ্ইুভাই-দুইবোন। রিমি সবার ছোট। বাকি তিন ভাই-বোন সবাই স্ব স্ব ক্ষেত্রে চাকরি করছেন।
অত্যন্ত মৃদুস্বরে কথা বলা রিমি ২০০৭ সালে পাকুন্দিয়ার শিমুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন এবং ২০০৯ সালে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে পাশ করেছেন এইচএসসি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নিজেকে যুক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকার্ন্ডে। কাজ করেছেন পথ শিশুদের জন্য।
মেধাবী রিমির জীবনের লক্ষ্য হচ্ছে খুব ভালো ও শক্তিশালী একটা অবস্থান যার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করা যাবে।
অবসরে সে গান শুনতে ও বই পড়তে পছন্দ করে। ভ্রমণ ভালো লাগে। কিন্তু খুব একটা সুযোগ হয়না বলে আফসোস করেন।
কিশোরগঞ্জের মানুষের কাছে রিমির বার্তা হল মেয়েদেরকে ঘরের বাইরে যেতে দিতে হবে। তারাও যোগ্য এবং সে যোগ্যতা দিয়েই নিজের, পরিবারের, সমাজ ও দেশের জন্য অনেক কিছু করতে পারবে।
1 Comments
Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23