বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি সুখের স্বর্গ ফেলে

সুখের স্বর্গ ফেলে

মোঃ আবদুস সালাম | ৩:১২ অপরাহ্ন, ২১ আগস্ট, ২০২০

1598001141.jpg

আধাঁর আলো রবি শশী, গ্রহ তারা পূষ্প রাশি

নদী সাগর ভুমি,

সৃষ্টি যত বিশ্ব মাঝে, সকল রূপে সকল সাজে

মিশে আছো তুমি।

আকাশ বায়ু অগ্নি পানি, গরীব ধনী মূর্খ জ্ঞানী

সকল গুণের মাঝে,

কান্না হাসি দুঃখ সুখে, তুমি আছো বিশ্ব বুকে

তুমিই সর্ব কাজে।

জগত তোমার রূপের ছায়া, নিগূঢ় সত্য দীপ্ত মায়া সূক্ষ্ম প্রেমের মেলা,

জ্বরা মৃত্যু তোমার হাতে, নিত্য তুমি প্রেমের সাথে খেলছো নিঠুর খেলা।

আমি বাঁশী তুমি যে সুর, ছন্দ তালে হলে বেসুর

দায়ী শুধু আমি?

আমার সরল চিত্ত মাঝে, তোমার সুরে শঙ্খ বাজে নিত্য দিবা যামি।

তোমার কর্ম তুমি করো, কর্ম দায়ে আমায় ধরো

কেমন করে মানি?

তুমি সাধু আমি যে চোর, এ তোমার না আমার কসুর কে নেবে তার গ্লানি?

আমি যদি হই গো দোষী, সে দোষেতে তুমিও দোষী কম বেশী তা হবে,

আমি তোমার ইচ্ছে ঘুড়ি, তুমি উড়াও আমি উড়ি নিত্য নাচি ভবে।

তুমি চালাও আমি চলি, তুমি বলাও আমি বলি

ইচ্ছা তোমার সবই,

কুন ফায়া কুন বললে তুমি, ধ্বংস হবে আকাশ ভুমি সৃষ্টি হবে খুবই।

নরকবাসী হলে আমি, তবু খুশি ওহে স্বামী

তোমার দিদার পেলে,

হাজার বছর জ্বলতে রাজি, ওহে বিচার দিনের কাজী সুখের স্বর্গ ফেলে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM