কটিয়াদীতে একশ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করলেন প্রাথমিকের শিক্ষক
বিশেষ প্রতিনিধি | ২:২২ অপরাহ্ন, ২১ মে, ২০২০
বিশেষ প্রতিনিধি: কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামে নিজ উদ্যােগে করোনা প্রার্দুভাবের কারণে কর্মহীন হয়ে পড়া একশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহ নগদঅর্থ বিতরণ করেছেন পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মাহমুদ কামাল। আজ সকাল থেকে নিজের একান্ত প্রচেষ্টায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতার বিভাগে প্রাত্তন ছাত্র জনাব আবদুর রহমানের সহযোগিতায় নগদ অর্থ সহ মোট একশ পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।। তিনি নিজেই প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। ইতিপূর্বে মাহমুদ কামাল করোনা প্রার্দুভাবের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে আশ্রয় সামাজিক সংগঠনের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছেন। উল্লেখ্য যে মাহমুদ কামাল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাত্তন মেধাবী ছাত্র।