ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক | ৯:৩৪ অপরাহ্ন, ১ জুন, ২০২০
কিশোরগঞ্জের হাওরে ইটনা উপজেলায় ডোবার পানিতে ডুবে রাজা মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০১ জুন) বিকেলে ইটনা সদর ইউনিয়নের মধ্যগ্রাম নয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজা মিয়া একই গ্রামের লাল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাজ মিয়া বাড়ির সামনে খেলাধুলা করেছিলেন। হঠাৎ তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ির পাশে ডোবার পানিতে খোঁজে রাজ মিয়াকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অতিশ দাস রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: হাওর বাংলা