শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল ইটনায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

ইটনায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ১১:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর, ২০২১

1637039468.jpg

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইটনায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির সফরসূচীর চতুর্থ দিন গতকাল সোমবার দুপুরে তিনি মিঠামইনের নিজ বাড়ি থেকে সড়কপথে ইটনায় যান। সেখানে আবদুল হামিদ সরকারি কলেজে রাষ্ট্রপতির সহধর্মিণীর নামে নির্মিত রাশিদা খানম মহিলা হোস্টেল, পল্লীবিদ্যুৎ এবং সড়ক ও সেতুসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।

তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক নির্মিত উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন পরিদর্শন করেন। উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাশেদুল আলম এ সময় রাষ্ট্রপতিকে কমপ্লেক্সটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি ইটনার আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন জনপ্রতিনিধি, শ্রেণী-পেশার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় রাষ্ট্রপতি বিভিন্নজনের বক্তব্য শুনেছেন। এরপর রাতেই তিনি মিঠামইনের বাড়িতে ফিরে যান।

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান ও ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM