বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ প্রবাস জীবন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সুদানেও মিনি ম্যারাথন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: সুদানেও মিনি ম্যারাথন

নিউজ ডেস্ক | ৮:৪৪ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী, ২০২১

1610333099.jpg

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সুদানের দারফুরের এল্ফেশার সুপার ক্যাম্পে এক মিনি ম্যারাথন এর আয়োজন করা হয়।

রবিবার সুদানের স্থানিয় সময় সকাল ৭ টায় বাংলাদেশ ফর্মড পুলিশ এর উদ্যোগ এ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।এল্ফেশার সুপার ক্যাম্পে কর্মরত ১৭ টি দেশের প্রায় ১২০ জন দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনামিড পুলিশ চীফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না।

তিনি তার উদ্বোধনী বক্ত্যবের শুরুতেই বাঙ্গালী জাতির মহানায়ক বঙ্গবন্ধু কে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার জনাব আব্দুল হালিমকে এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেসনস অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, “মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ইতোপূর্বে নানা কর্মসূচী গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।”

এর আগে এল্ফেশার সুপাএ ক্যাম্পে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM