হক সাহেব উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৫ এপ্রিল
নিউজ ডেস্ক | ৩:১১ অপরাহ্ন, ১৭ মার্চ, ২০২৪
নিউজ ডেস্ক: হাওর উপজেলা অষ্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে উৎসব ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করার জন্য হক সাহেব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেজিষ্ট্রেশন আহবান করা হয়েছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আগামী ২৭ মার্চের মধ্যে রেজিষ্ট্রেশন সমপন্ন করে এতে অংশগ্রহণ করতে পারবে। হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান চৌধুরী সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সমপন্ন করে অনুষ্ঠানটিকে সফল করার আহবান জানিয়েছেন।