মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক | ৬:১৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর, ২০২১

1636892180.jpg

দেশ ও জনগণের কল্যাণে আরো আন্তরিকতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস প্রমুখ।

এর আগে সফরের দ্বিতীয় দিন শনিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজবাড়ি থেকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে রাষ্ট্রপতি অষ্টগ্রামের জিরো পয়েন্টে নেমে সেখানে অলওয়েদার সড়কের ভাতশালা সেতু পরিদর্শন করেন।

পরে সেখান থেকে তিনি ডাকবাংলোয় পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন। সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন।

পরে রাষ্ট্রপতি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি জানাসহ এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো বেশি কার্যকরী ভূমিকা পালনে দিক-নির্দেশনা দেন।

পরে তিনি পূর্ব অষ্টগ্রাম ইউপি কার্যালয় সংলগ্ন ‘আবদুল হামিদ চত্বর’ পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সামরিক-বেসমারিক উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে অষ্টগ্রাম উপজেলা সদরের ডাকবাংলোয় যান। পরে সন্ধ্যার পর মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় শেষে নিজবাড়িতে রাত্রিযাপনের উদ্দেশ্যে তিনি সড়কপথে মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের বাড়িতে যান।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

1 Comments


Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
Topon Kumar das
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
We want our are more developed

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM